ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

উত্তরের জেলায় জেলায় তীব্র লোডশেডিং

উত্তরের জেলায় জেলায় তীব্র লোডশেডিং

স্টাফ রিপোর্টার : উত্তরাঞ্চলের আটটি জেলায় তীব্র লোডশেডিং চলছে। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ইউনিটটির গর্ভনর ভালভ স্টিম সেন্সরের চারটি টারবাইন বিকল হয়ে পড়লে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এদিকে তীব্র লোড শেডিংয়ের কারণে তীব্র গরমে নাগরিক জীবন অতিষ্ট হয়ে পড়েছে। নিয়মিত বিরতীতে লোড শেডিং হওয়ায় কল কারখানা গুলোতে উৎপাদন ব্যহত হচ্ছে। তীব্র লোডশেডিং হওয়ায় ঘরে থাকা মানুষগুলো গরমে হাসপাস করছে। বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের নাস্তা নাবুদ অবস্থা।

অপর দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রে সূত্রে জানা গেছে টারবাইন বিকল হয়ে যাওয়ায় তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন এখন বন্ধ। মেরামত কাজ শুরু হয়েছে। এ ইউনিট বন্ধ থাকায় প্রতিদিন গড়ে ১৬০ থেকে ১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন

স্বাভাবিক অবস্থায় এ ইউনিটে প্রতিদিন প্রায় ১ হাজার ৬শ’ মেট্রিকটন কয়লা ব্যবহৃত হতো। বর্তমানে কেন্দ্রের একমাত্র সচল ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট থেকে মাত্র ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ইউনিটটি সচল রাখতে প্রতিদিন ৮শ’ মেট্রিকটন কয়লার প্রয়োজন হয়। আজ রোববার (১৯ অক্টোবর) তৃতীয় ইউনিটটি চালুর সম্ভাবনা থাকলেও চালু না হওয়ায় লোড শেঢিং অব্যহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে সালিশে চুরির অপবাদ দেয়ায় এক ব্যক্তির আত্মহত্যা

লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি ঘর ব্যবহার হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট : রোগীদের দূর্ভোগ

বগুড়ার সারিয়াকান্দিতে তিন বিঘা জমিতে বছরে ৬ লাখ টাকার মালটা বিক্রি

রাকসু নির্বাচনে পরাজিত প্রার্থীদের ‘হারু পার্টি’

বগুড়ায় ব্যবসায়ীকে ছুরি মেরে লক্ষাধিক টাকা ছিনতাই