বগুড়ার সারিয়াকান্দিতে অজ্ঞাত মানুষের কঙ্কাল উদ্ধার

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে অজ্ঞাত একজন মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বাগবেড় গ্রামের সামনে যমুনা নদীর কিনারা থেকে মানুষের কঙ্কালটি উদ্ধার করেছে সারিয়াকান্দি থানার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কঙ্কালটি বগুড়া জেলার মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ এবং এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা পৌর এলাকার বাগবেড় গ্রামের সামনে যমুনা নদীর কিনারায় মানুষের কঙ্কাল পরে থাকতে দেখতে পান স্থানীয় এলাকাবাসী। পরে তারা বিষয়টি সারিয়াকান্দি থানার পুলিশকে জানান। থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কাল উদ্ধার করে। অজ্ঞাত এ কঙ্কালের পরণে শার্ট এবং হাফপ্যান্ট ছিল।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, কঙ্কাল উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহাল রিপোর্ট হাতে পেলে জানা যাবে লাশটির বয়স কত বা এটি ছেলে না মেয়ের লাশ। তবে লাশের পরনে হাফপ্যান্ট ছিল।
আরও পড়ুন
মন্তব্য করুন