বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর মা-ছেলেকে জবাই করে হত্যা মামলার ৩ আসামি ১ মাস পর গ্রেফতার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে চাঞ্চল্যকর মা-ছেলেকে জবাই করে হত্যার এক মাস পর মামলার প্রধান আসামিসহ ৩ জনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাতে উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের গুজিয়া সাদুল্লাপুর বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রীস আলীর বাসায় হামলা চালিয়ে প্রবাসীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে বগুড়া নিশিন্দারা ফকির উদ্দিন কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্র ইমরানকে (১৫) একটি মোটর সাইকেলের জন্য ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে জখম ও জবাই করে হত্যা করে।
হত্যাকারীরা গত ১মাস যাবত আত্মগোপনে থাকার পর গোপন সূত্রে খবর পেয়ে আজ শনিবার (১৮ অক্টোবর) ঢাকার খিলক্ষেত ডুমনি বাজার এলাকা থেকে মামলার আসামি জয়পুরহাট জেলার কালাই উপজেলার মহির উদ্দিনের ছেলে মাহি ইসলাম (১৮), একই উপজেলার আব্দুল জলিলের ছেলে শাহিনুর রহমান জিসান (১৯) ও শহিদুল ইসলামের ছেলে সৈকতকে (২০) গ্রেফতার করে। এদিকে গত ২ দিন পূর্বে গোপন সূত্রে খবর পেয়ে নিহত কলেজ ছাত্র ইমরানের ব্যবহৃত মোটর সাইকেল নওগাঁ শহরের একটি আবাসিক হোটেলের গ্যারেজ থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুনএব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, চাঞ্চল্যকর মা-ছেলের হত্যা মামলার ৩ আসামি আত্মগোপনে ছিলো। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মাজার এলাকায় এমনকি ছদ্মবেশে ওয়াইফাই সংযোগের লেবার হিসেবে কাজ করতো। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন