লা লিগা
ভিনিসিয়ুসের জোড়া গোলে জিতল রিয়াল

স্পোর্টস ডেস্ক: সবশেষ মাদ্রিদ ডার্বিটা মোটেই ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। যেন এক দুঃস্বপ্ন। যেটা ভুলে চাইবেন কোচ জাবি আলোনসোর শিষ্যরা। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হয়েছিল বিধ্বস্ত। সাত গোলের থ্রিলার ম্যাচে ধরাশায়ী হয়েছিল অতিথি সান্তিয়াগো বার্নাব্যু শিবির। পরের ম্যাচ দিয়েই লা লিগায় জয়ের ট্র্যাকে ফিরল রিয়াল।ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলের নৈপুণ্যে নিজেদের মাঠে প্রতিপক্ষ ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট টিমটি। তার আগে ম্যাচে অবশ্য চ্যাম্পিয়নস লিগে কাইরাত আলমাতিকে ৫-০ গোলে ধসিয়ে দিয়েছে রিয়াল।
প্রথমার্ধ কেটে যায় গোলশূন্য সমতায়। তবে বিরতির পর খেলা শুরুর দুই মিনিটের মধ্যেই ম্যাচের ডেডলক ভেঙে ফেলে স্বাগতিকরা।। রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। ৬৯ মিনিটে পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করে ফেলেন ভিনি। চার মিনিট বাদে সমতায় ফেরে সফরকারী ভিয়ারিয়াল। অতিথিদের গোল এনে দেন জর্জেস মিকাউতাদজে।
আরও পড়ুনম্যাচের ৮১ মিনিটে রিয়ালের জয়ের ব্যবধান বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। তার চার মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো মরিনো। তাতে ভিয়ারিয়ালের শক্তি কমে যায়। এই সুযোগটি কাজে লাগিয়ে মূলত প্রতিপক্ষের জাল কাঁপান ফরাসি সুপারস্টার এমবাপ্পে।
মন্তব্য করুন