প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিক খেলবেন ‘শততম টেস্ট’

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্যারিয়ার পেরিয়েছে দুই দশক। লর্ডস থেকে সাদা পোশাকে যে যাত্রা শুরু হয়েছিল মুশফিকের, তা এখনও চলমান। ক্রিকেটের বনেদি ফরম্যাটে প্রথম বাংলাদেশি হিসেবে ‘সেঞ্চুরি’ করতে যাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এ ব্যাটার। ৯৮ টেস্ট খেলা মুশফিক রয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডেও। সব ঠিক থাকলে, এই নভেম্বরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী হতে যাচ্ছে সেই মাহেন্দ্রক্ষণের।আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে। দ্বিতীয় ম্যাচ দিয়েই নিজের শততম টেস্ট খেলার মাইলফলকে পৌঁছাতে পারেন তিনি।
২০০৫ সালে ইংলিশদের বিপক্ষে অভিষেক হওয়া মুশফিক রান করেছেন ৬ হাজার ৩২৮। নামের পাশে রয়েছে ১২ সেঞ্চুরি ও ২৭টি অর্ধশতক। উইকেটকিপার-ব্যাটার হিসেবে বিশ্বে একাধিক ডাবল সেঞ্চুরি করার কীর্তি রয়েছে একমাত্র মুশফিকেরই। ওয়ানডে ও আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে বিদায় নেয়া এই ব্যাটার এখন শুধু টেস্টেই খেলছেন।
আরও পড়ুনউল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আগামী ৬ নভেম্বর আসবে আয়ারল্যান্ড। দুই দলের প্রথম ম্যাচটি শুরু হবে ১১ নভেম্বর। আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৯ নভেম্বর। টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও আইরিশদের আতিথ্য দেবে টাইগাররা।
মন্তব্য করুন