আফগানিস্তান সিরিজ
বাংলাদেশের হোয়াইটওয়াশ মিশন আজ

স্পোর্টস ডেস্ক: শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে জয় পেয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আফগানদের হোয়াইটওয়াশ করার মিশনে আজ শারজায় তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে জাকের আলী অনিকের দল। প্রথম দুই টি-টোয়েন্টিতে পাওয়া দারুণ জয়ের পর তৃতীয় ম্যাচেও জয় নিশ্চিত করার ব্যাপারে আশাবাদী লাল-সবুজ প্রতিনিধিরা। আজ শারজায় এই ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়।প্রথম দুই ম্যাচে কোনো ধরনের পরীক্ষা চালায়নি বাংলাদেশ দল। ধারণা করা হচ্ছে, তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। মূলত সিরিজ আগেই নিশ্চিত হওয়ায় একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সেক্ষেত্রে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। মোস্তাফিজুর রহমান, সাইফ হাসান, শামীম পাটোয়ারী ও তাসকিন আহমেদদের মতো ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। মূলত ওয়ানডে সিরিজ সামনে রেখেই তাদের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের।
অন্যদিকে আফগানিস্তানও নিজেদের একাদশ নিয়ে করতে পারে পরীক্ষা-নিরীক্ষা। এক ম্যাচ হাতে রেখে সিরিজহার নিশ্চিত করায় দলটির লক্ষ্য এখন হোয়াইটওয়াশ এড়ানো। ফলে ম্যাচটি একরকম বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে আফগানদের জন্য। একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালালেও ম্যাচ জিততে মরিয়া থাকবে স্বাগতিকরা। ভিনদেশে ঘরের মাঠে সিরিজগুলো খেলা আফগানিস্তানের জন্য শারজা অবশ্য নিজেদের হোম ভেন্যুর মতোই।
আরও পড়ুনআফগানদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এ নিয়ে টানা চতুর্থ সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে কোনোবারই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সুযোগ পায়নি। সবশেষ ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার ফের প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে জাকের আলী অনিকের দল।
মন্তব্য করুন