ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে অন্য বাসের ধাক্কায় হেলপার নিহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে অন্য বাসের ধাক্কায় হেলপার নিহত

মুন্সিগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে অন্য বাসের ধাক্কায় এক বাসের হেলপার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ রোববার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার চালতিপাড়া এলাকায় হানিফ ও ইমাদ পরিবহনের দুই বাসের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম মো. শরীয়ত (২২)। তিনি ইমাদ পরিবহনের হেলপার। 

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া মুখে এক্সপ্রেসওয়ের লেনে হানিফ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে দ্রুতগামী ইমাদ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাস এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত ব্যক্তির মরদেহ হাসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

এক টাকার অভিযোগ প্রমাণ  দিতে পারলেও রাজনীতি  থেকে ইস্তফা দেব - সারজিস আলম

৪ জেলায় সাময়িক বন্যার পূর্বাভাস

ধানমন্ডিতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার

অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা, গ্রেফতার ৭

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত