ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

নাটোরে পাখি শিকার করাকে কেন্দ্র করে গুলি, আহত এক 

নাটোরে পাখি শিকার করাকে কেন্দ্র করে গুলি, আহত এক, ছবি: সংগৃহীত।

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পাখি শিকারকে কেন্দ্র করে রিপন কাজী (৩৫) নামে এক ব্যক্তি এয়ারগানের গুলিতে আহত হয়েছে। এ ঘটনায় তিন যুবকে আটক করেছে পুলিশ। আজ রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর (কাজীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিপন কাজী ওই গ্রামের আনসার কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের জাহিদ (২৫), সামাউন (৩০) এবং আশরাফুল (৩২) রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন। এসময় রিপন কাজী তাদের পাখি শিকার করতে নিষেধ করলে কথা কাটাকাটির একপর্যায়ে জাহিদ হাতে থাকা এয়ারগান দিয়ে রিপন কাজীর পেটে গুলি করে। আহত অবস্থায় স্থানীয়রা রিপন কাজীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার পেটের চামড়ায় এয়ারগানের গুলি আটকে আছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আরও পড়ুন

এদিকে, স্থানীয় লোকজন ঘটনাস্থলেই জাহিদ, সামাউন ও আশরাফুলকে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরসহ একটি ১০০ সিসি’র মোটরসাইকেল ও একটি এয়ারগানসহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

এক টাকার অভিযোগ প্রমাণ  দিতে পারলেও রাজনীতি  থেকে ইস্তফা দেব - সারজিস আলম

৪ জেলায় সাময়িক বন্যার পূর্বাভাস

ধানমন্ডিতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার

অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা, গ্রেফতার ৭

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত