বিসিবি নির্বাচনে ভোট দেননি তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। দীর্ঘ প্রতীক্ষা ও নানা নাটকীয়তার পর অবশেষে অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শেষে আজই নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবে। সন্ধ্যা ৬টায় পরিচালক পদের ফলাফল প্রকাশ করা হবে। এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সভাপতি ও সহসভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হবে।
এদিকে ভোটগ্রহণ শেষ হওয়ার পর তামিম ইকবাল জানিয়েছেন, নির্বাচনে ভোট দেননি তিনি। ফেসবুকে এক পোস্টে তিনি এমনটা জানান। তামিম লিখেন, অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।
আরও পড়ুনদেশের বাইরে থাকায় ই-ভোট দেওয়ার আবেদন করেছিলেন জানিয়ে তামিম লিখেন, আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।
বিসিবি নির্বাচনে থাকার কথা ছিল তামিমেরও। সভাপতি হওয়ার ইচ্ছাও ছিল তার। তবে নির্বাচন নিয়ে নানা অভিযোগ করে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে (১ অক্টোবর) সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
মন্তব্য করুন