নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ট্রেনে কাটা পড়ে রাজন আলী(২০) নামে এক যুুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহীগামী আন্ত:নগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। সে উপজেলার নুরুল্লাপুর গ্রামের মুুরশেদ আলীর ছেলে।
আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার জীবন বৈরাগী জানান, খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা ঘটনাস্থলে এসেছেন। ঈশ্বরদী রেলওয়ে থানার (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবকের মানসিক সমস্যা ছিলো।
আরও পড়ুনবেলা ১১টায় রাজশাহীগামী আন্ত:নগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি পৌরসভার আজিমনগর রেলওয়ে স্টেশনের অদূরে নারায়নপুর রেলগেট এলাকা অতিক্রম করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য করুন