গাইবান্ধার সাদুল্লাপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে গৌরবী রাণী (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত গৌরবী রাণী ওই গ্রামের গৌরাঙ্গ চন্দ্রের মেয়ে। সে নলডাঙ্গা ২নং বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
এ তথ্য নিশ্চিত করে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ফুল মিয়া স্বজনদের বরাত দিয়ে বলেন, মেয়েটির বাবা ঢাকায় কুচিয়ার ব্যবসা করেন। ঘটনার সময় তার মা বাড়িতে ছিলেন না। এরই সুযোগে গৌরবী রাণী ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে ব্যাপারে জানতে পারেনি কেউ। সাদুল্লাপুর ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন