ভিডিও শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

রংপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

রংপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে আকলিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার ভোররাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা আকলিমা বেগম ওই গ্রামের আব্দুল হাকিম মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানান, বর্ণিত গ্রামে স্বামী-স্ত্রী দু’জনে পৃথক ঘরে রাত্রীযাপন করত। গতকাল শনিবার ভোররাতের দিকে স্বামী আব্দুল হাকিম প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘরের বাইরে এলে স্ত্রীর ঘরের দরজা খোলা দেখতে পায়। তিনি  ঘরের ভিতরে প্রবেশ করে গলা কাটা অবস্থায় স্ত্রীর নিথর দেহ খাটের ওপরে পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি করতে থাকে।

চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে দুই ছেলে রাশেদুল ও শাহিন ছুটে আসেন। পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতের দুই ছেলে রাশেদুল ও শাহিন জানান, তারা রামনাথপুর ইউনিয়নের বড় ঘোলা গ্রামের বাসিন্দা। ৮/১০ বছর আগে বড় মজিদপুরে পৃথক বাড়ি নির্মাণ করে বাবা-মা সেখানে বসবাস করেন। আমরা বাস্তুভিটা বড়ঘোলায় দু’ভাই বসবাস করি। ছোট বোন পারভিন আক্তার বৈবাহিক সূত্রে স্বামীর বাড়ি পীরগঞ্জ সদরের রামপুরায় থাকে।

আরও পড়ুন

কারো সাথে আমাদের কোন বিরোধ নেই। বাবা-মা ছাড়া ওই বাড়ি[তে কেউ থাকে না। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, জিডি মূলে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা এই হত্যাকান্ডের মোটিভ উদঘাটনের চেষ্টা করছি। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী আব্দুল হাকিমকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

কাতারে আফগানিস্তানের সঙ্গে আলোচনায় বসছে পাকিস্তান

খুলনায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

রংপুরের গঙ্গাচড়ায় ৩৪ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ