রংপুরের গঙ্গাচড়ায় ৩৪ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ার মহিপুর এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দছির উদ্দিন আগের একটি মাদক মামলায় ৩৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি বলে জানা যায়।
গতকাল শুক্রবার রাতে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে মহিপুর গ্রামের খোকা মিয়া, দছির উদ্দিন ও সোনা মিয়াকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এরআগে একই গ্রামের বাসিন্দা মো. জামাল বাদশা তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, গ্রেফতারকৃত ৩ জন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। তারা মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন। জামাল বাদশার থেকেও ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরে টাকা না পেয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে স্থানীয় কিছু যুবককে ব্যবহার করে মানববন্ধন ও মিছিলের আয়োজন করে চক্রটি।
আরও পড়ুনএবিষয়ে লক্ষ্মীটারি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আল হাদী বলেন, দছির ও সোনা মিয়াসহ ইউনিয়নের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু উল্টো তারাই তাকে মিথ্যা মামলার হুমকি দেয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে দছির উদ্দিন নামে একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে এবং গতকাল শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন