বগুড়া জেলা রোভারের ৬৮ তম জোটা ও ২৯ তম জুটি অনুষ্ঠিত

বিশ্ব স্কাউটস সংস্থার আয়োজনে বিশ্বব্যাপী ১৫ থেকে ১৭ অক্টোবর ৬৮তম জোটা ও ২৯ তম জোটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ স্কাউটস এর সকল উপজেলা, জেলা ও অঞ্চলে একযোগে জোটা-জোটি অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলা রোভারের আয়োজনে আজ শুক্রবার (১৭ অক্টোবর) জেলা রোভার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৬৮ তম জোটা ও ২৯ তম জোটি।
উদ্ভোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া জেলা রোভার সম্পাদক স্কাউটার আতিকুল আলম। স্কাউট ব্যক্তিত্ব হিসাবে উপস্থিত ছিলেন সহ: কমিশনার অধ্যক্ষ মাসুদুর রহমান, স্কাউটার শামীমা আক্তার, সহ: কমিশনার, স্কাউটার হাসান আলী, স্কাউটার মোস্তাক আহমেদ, স্কাউটার রেদওয়ান ইবনে কাফি।
আরও পড়ুনএছাড়াও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, ইনজামাম-উল আলম খান, খন্দকার মাহমুদ হাসান স্মরন, মো. রাশেদ হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রোভার ও রোভার লিডারগণ জাম্বুরী অন দা ইন্টারনেটে অংশগ্রহণ করে।
মন্তব্য করুন