ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে: অ্যাটর্নি জেনারেল

জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে এবং সরকার তার দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে। তবে বিচার কার্যক্রমে অতিরিক্ত তড়িঘড়ি করা হলে সেটি নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের আদালতগুলোতে মামলাজট কমাতে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং এর সুফলও পাওয়া যেতে শুরু করেছে।

শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার বিষয়ে প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, বিচারকাজ দ্রুত শেষ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ‘আসামিপক্ষ আপিল বিভাগে গিয়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগির বিষয়টির নিষ্পত্তি হবে,’— বলেন তিনি।

আরও পড়ুন

এর আগে কুষ্টিয়া আইনজীবী সমিতির আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল। সভায় তিনি সমিতির ভবন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অন্যান্য দাবিদাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি হারুন অর রশিদ। আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী, সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ স্থানীয় আইনজীবীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে: অ্যাটর্নি জেনারেল

সুর ও ছন্দে ঢাবি চারুকলার বকুলতলায় শরৎ উৎসব উদযাপিত

কক্সবাজারে ২ জনের লাশ উদ্ধার

ছোট্ট কন্যাশিশু হুমাশা’র চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

মধুপুরে ভ্যান-মাহিন্দ্রা-পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪

নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজেডের আগুন, ভবন ধসে পড়ার শঙ্কা