ফ্ল্যাট থেকে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
_original_1760621581.jpg)
হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারের একটি ফ্ল্যাট বাসা থেকে মাহমুদা আক্তার (২৯) নামের এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মাহমুদা আক্তার কুমিল্লার দ্বেবিদার উপজেলার বাকসার গ্রামের রবিউল আউয়ালের স্ত্রী। এবং পদক্ষেপ এনজিওর রামকৃষ্ণপুর শাখার ফিল্ড অফিসার। তার স্বামী প্রবাসে থাকেন। সে অফিসের ৩য় তলা ভাড়া নিয়ে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পদক্ষেপ এনজিওর অফিস কাম বাসায় এ নারী কর্মীর লাশ ফ্যানের সাথে ঝুলছিল। পরে খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠিয়েছে।
আরও পড়ুননিহতের বোন মাকসুদা আক্তার বলেন, তার স্বামী প্রবাসে থাকেন, তার স্বামী ও শাশুরীর সাথে প্রায়ই ঝগড়া হতো। এ থেকে তার বোন আত্মহত্যা করতে পারে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, থানায় অপমৃত্যু্র মামলা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন