ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজেডের আগুন, ভবন ধসে পড়ার শঙ্কা

নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজেডের আগুন, ভবন ধসে পড়ার শঙ্কা

দীর্ঘ ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কারখানায় লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও নৌবাহিনী যুক্ত হয়েছে। দীর্ঘক্ষণ জ্বলার কারণে ভবনটি ধসে পড়াসহ আগুন আশেপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কারখানাটিতে আগুন লাগে। বর্তমানে এটি একপ্রকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী কাজ করছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট এবং নৌবাহিনীর ৪টি ইউনিট যোগ দিয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আশেপাশের রিজার্ভ ট্যাংক থেকে পানি সংগ্রহ করে ছিটাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। তাতে খুব বেশি কাজ হচ্ছে না। আশেপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

সন্ধ্যার দিকে আগুন পার্শ্ববর্তী একটি টিনশেড ভবনে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

জানা গেছে, আগুন লাগা কারখানাটিতে হাসপাতালে ব্যবহার করার বিভিন্ন সরঞ্জাম তৈরি করা হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, কারখানাটির ভেতর থেকে সব লোককে নিরাপদে বের করে আনা হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জাহাংগীর বলেন, আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। আগুনে জ্বলতে জ্বলতে ভবনটি ধসে পড়ার উপক্রম হয়েছে। ভেতরে কেউ আটকে পড়ার খবর পাইনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজেডের আগুন, ভবন ধসে পড়ার শঙ্কা

শেরপুরে দুই কলেজের সবাই ফেল

ইসি কর্মকর্তাদের সব ছুটি বাতিল

অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

কুষ্টিয়ায় শুরু হচ্ছে তিনদিনের লালন উৎসব ও মেলা

ফ্ল্যাট থেকে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার