প্রেম করে বিয়ে
নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন

নওগাঁ প্রতিনিধি : প্রেম করে বিয়ে করলেও ভালোবাসার সেই সম্পর্ক রূপ নেয় বিভীষিকায়। শেষ পর্যন্ত প্রাণটাই গেল তার। আদালতে আইনের আশ্রয় নিতে গিয়েছিলেন স্ত্রী। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই স্বামীর নির্মমতার শিকার হয়ে প্রাণ গেল জুথি খাতুন (২২) নামে এক গৃহবধূর। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার কাঁঠালতলী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত জুথি নওগাঁ সদর উপজেলার আনন্দনগর মৃধাপাড়া গ্রামের ঝুন্ট প্রামাণিকের মেয়ে।
জুথির বাবা ঝুন্ট প্রামাণিক অশ্রুসজল চোখে বলেন, প্রায় এক বছর আগে প্রেম করে ঢাকার গাজীপুরের তানভীর নামের এক ছেলেকে বিয়ে করেছিল আমার মেয়ে। প্রথমদিকে সব ঠিকঠাক ছিল। কিন্তু কিছুদিনের মধ্যে জুথি জানতে পারে তানভীরের আগে থেকেই আরেকজন স্ত্রী রয়েছে। এ নিয়ে শুরু হয় কলহ। মেয়েটা অনেক সহ্য করেছে। শেষে অন্যায় মেনে না নিয়ে নিজ গ্রামে ফিরে আসে এবং আদালতের দ্বারস্থ হয়। আজ বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানির তারিখ। সকালে আদালতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় জুথি। কাঁঠালতলী মোড়ে পৌঁছাতেই ওঁৎ পেতে থাকা তানভীর আচমকা ছুরি হাতে জুথির ওপর ঝাঁপিয়ে পড়ে। একের পর এক ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। আশপাশের লোকজন দ্রুত জুথিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুননওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী করতোয়াকে জানান, এটি অত্যন্ত দু:খজনক ও নিন্দনীয় ঘটনা। তদন্ত চলছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আর ঘাতককে দ্রুত গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন তিনি।
মন্তব্য করুন