ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা কর্মচারীরা গণছুটিতে ৫ লক্ষাধিক গ্রাহকের দুর্ভোগ

রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা কর্মচারীরা গণছুটিতে ৫ লক্ষাধিক গ্রাহকের দুর্ভোগ, ছবি : দৈনিক করতোয়া

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা কর্মচারীদের অব্যাহত গণছুটিতে স্থবির হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহের স্বাভাবিক অবস্থা ও নাগরিক সেবা। ফলে বাণিজ্যিক ও আবাসিক অফিসপাড়া, ক্ষুদ্র আকারের শিল্প প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্মও ব্যহত হচ্ছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র ও অভিযোগে জানা যায়, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী ৪ দফা দাবিতে গত ৭ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী গণছুটি কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচির কারণে সমিতির আওতাধীন পীরগঞ্জ জোনাল অফিস, পীরগাছা জোনাল অফিস, সুন্দরগঞ্জ জোনাল অফিস, সাদুল্যাপুর জোনাল অফিস, ভেন্ডাবাড়ী সাব জোনাল অফিস, বৈরাতীহাট সাব জোনাল অফিস ও ১৩টি সাব স্টেশনের বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী তাদের দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন। এতে সমিতির আওতায় বিভিন্ন পর্যায়ের ৫ লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর একাধিক কর্মকর্তার মতে গণছুটি দীর্ঘায়িত হলে এবং দাবি-দাওয়ার বিষয়ে কোনো সমাধান না হলে পল্লী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ তীব্রভাবে বিঘ্নিত হবে।

আরও পড়ুন

এ ব্যাপারে আজ বৃহস্পতিবার রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, এ পর্যন্ত এই সমিতির আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ৪৮২জন গণছুটিতে রয়েছেন। আমরা বিভিন্ন পর্যায়ের বৈদ্যুতিক কাজ জানা ব্যাক্তিদের ও নিজস্ব ব্যাক্তিদের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার স্বাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত