ভিডিও বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

পাবনায় ডোবায় মিলল অর্ধগলিত মরদেহ, মেলেনি পরিচয়

পাবনায় ডোবায় মিলল অর্ধগলিত মরদেহ, মেলেনি পরিচয়, ছবি: দৈনিক করতোয়া ।

পাবনা প্রতিনিধি : পাবনা শহরের শালগাড়ীয়া গোরস্থান পাড়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে শালগাড়িয়া গোরস্থানপাড়া এলাকার বাসিন্দারা ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

স্থানীয়রা জানান, সকালে মরদেহ থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধের সূত্র ধরে ডোবায় যুবকের মরদেহ দেখতে পান তারা। যুবকের গায়ে কালো টিশার্ট ও কালো জিন্সের প্যান্ট ছিল। ইতিমধ্যেই মরদেহে পচন ধরেছে। কয়েকদিন আগে তাকে কেউ হত্যা করে নির্জন ডোবায় ফেলে গেছে বলেও প্রাথমিকভাবে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, যুবকের মরদেহ অর্ধগলিত, প্রাথমিক সুরতহালে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এটি হত্যাকান্ড কিনা সে বিষয়ে পিবিআই তদন্ত করছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ডোবায় মিলল অর্ধগলিত মরদেহ, মেলেনি পরিচয়

পিআরের কথা বাদ দিয়ে নির্বাচন হোক : মির্জা ফখরুল

দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে ধস

রংপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের ঈর্ষণীয় ফলাফল : সকলেই জিপিএ ৫

ফ্রান্সকে বিদায় করে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো

ইংরেজিতে বিপর্যয়ে এইচএসসিতে ফলফল ধস