নির্মাণকাজ অসম্পূর্ণ রেখে উদ্বোধন, দুই বছরেও নামাজ চালু হয়নি যে মডেল মসজিদে

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মিত মডেল মসজিদ উদ্বোধনের দুই বছর পেরিয়ে গেলেও এখনও সেখানে নিয়মিত ওয়াক্তের নামাজ কিংবা জুমার নামাজের কার্যক্রম শুরু হয়নি। তবে মসজিদের হলরুমে ১ হাজার টাকা ভাড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে।
এ বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। তারা বলছেন, রাজনৈতিক নেতারা এখানে মিটিং করেন, কিন্তু দু’বছরেও কেন নামাজ শুরু হয়নি সে বিষয়ে তাদের চোখ পড়ে না। তারা কী কখনো খোঁজ নিয়েছেন বা চেষ্টা করেছেন যেন দ্রুত নামাজের ব্যবস্থা করা যায়?
সমালোচকরা মনে করছেন, মসজিদের মূল লক্ষ্য ইবাদত ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা হলেও এখন পর্যন্ত সে কাজ শুরু না হওয়া দুঃখজনক। দ্রুত নামাজ শুরু করে মসজিদটিকে মুসল্লিদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
আরও পড়ুনউল্লেখ্য, নির্মাণকাজ অসম্পূর্ণ রেখে পলাশবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে বিগত ২৩ সালের ৩০ জুলাই। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বলেন, কাজ সমপ্ত হয়নি কাজ বুঝিয়ে দেয়নি তাই নামাজের কার্যক্রাম চালু হয়নি।
মন্তব্য করুন