নেত্রকোনায় স্পিডবোট ডুবির ঘটনায় শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৩

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বয়রা গ্রামের মোফায়েল মিয়ার মেয়ে ঊষা মনির (৫) মরদেহ উদ্ধার করা হয়।
নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল সকালে অভিযান শুরু করে। দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনকে উদ্ধারে অভিযান চলছে।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন- বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭) ও সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)।
আরও পড়ুনস্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার খালিয়াজুরীর আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য একটি স্পিডবোট ভাড়া করা হয়। বরযাত্রীরা রওনা হওয়ার আগেই বাড়ির ১৫ জন আত্মীয়-স্বজন ওই বোটে ঘুরতে বের হন। এসময় ধনু নদীতে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি ডুবে যায়।
ঘটনায় অন্যরা সাঁতরে তীরে উঠলেও চারজন নারী ও শিশু পানিতে তলিয়ে যান। এদের মধ্যে শিশুটি মৃত অবস্থায় উদ্ধার হলেও বাকি তিনজনকে খুঁজে বের করতে উদ্ধার তৎপরতা চলছে।
মন্তব্য করুন