ভারতে আসছেন রোনালদো!

স্পোর্টস ডেস্কঃ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে ভারতের ক্লাব এফসি গোয়ার বিপক্ষে খেলতে ভারতে আসতে পারেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
তবে এটি কোনো প্রীতি ম্যাচ নয়, বরং প্রতিযোগিতামূলক ম্যাচ। আগামী ২২ অক্টোবর গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে আল-নাসর ক্লাবের মুখোমুখি হবে এফসি গোয়া। এই ম্যাচেই রোনালদোকে ভারতের মাটিতে প্রথমবার খেলতে দেখা যেতে পারে।
যদিও চুক্তি অনুযায়ী আল-নাসর কর্তৃপক্ষ অ্যাওয়ে ম্যাচে রোনালদোকে খেলার জন্য বাধ্য করতে পারবে না, তবে তিনি যদি খেলতে চান, তাহলে ভারতের মাঠে তার আগমন নিশ্চিত।
আল-নাসর কর্তৃপক্ষ গোয়ার বিপক্ষে ম্যাচের জন্য মোট ১২ জন বিদেশি খেলোয়াড়ের নাম নিবন্ধন করিয়েছে, যার মধ্যে রোনালদোর নামও রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুনএএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ এফসি গোয়ার গ্রুপে আল-নাসর ছাড়াও রয়েছে ইরাকের আল জাওরা এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলল।
১৭ সেপ্টেম্বর আল জাওরার বিপক্ষে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচ খেলবে এফসি গোয়া। এরপর ১ অক্টোবর এফসি ইস্তিকললের মুখোমুখি হবে তারা।
মন্তব্য করুন