ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শিবগঞ্জে রহবল হাইস্কুলের প্রধান শিক্ষক মাসাধিকাল ধরে কর্মস্থলে অনুপস্থিত

বগুড়ার শিবগঞ্জে রহবল হাইস্কুলের প্রধান শিক্ষক মাসাধিকাল ধরে কর্মস্থলে অনুপস্থিত। ছবি সংগৃহীত

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের রহবল হাইস্কুলের প্রধান শিক্ষক ইউসুফ আলী (৪৫) এক মাসেরও বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ফলে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান বিঘ্নিত হচ্ছে এবং স্কুলটি পরিচালনা ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার স্কুলটিতে সরজমিনে দেখা যায় প্রধান শিক্ষক স্কুলে আসেন নি। শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষক এক মাসেরও বেশিদিন ধরে স্কুলে আসেন না।

আর সেই কারণে হেড স্যারের ক্লাসে নিয়মিত পাঠদান হচ্ছে না। তাদের আরও অভিযোগ প্রধান শিক্ষক না থাকার কারণে ৩ থেকে ৪ জন শিক্ষক বাদে অন্য শিক্ষকরাও নিয়মিত ক্লাস নেয়না। অপরদিকে কয়েকজন সহকারী শিক্ষক জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত ৫ আগস্ট শিবগঞ্জ থানার নাশকতা মামলা হয়েছে। মামলার পর থেকে তিনি স্কুলে আসেন না।

তবে সপ্তাহে একদিন যে কোন সময় স্কুলে আসেন এবং তার হাজিরা খাতায় স্বাক্ষর করেই চলে যান। নাম প্রকাশ না করার শর্তে ২ জন সহকারী শিক্ষক জানান, প্রধান শিক্ষক নিয়মিত না থাকায় স্কুল পরিচালনায় প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। প্রধান শিক্ষক ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে থানায় মামলা হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন।

আরও পড়ুন

তবে স্কুলের অফিসের কাজে ব্যাস্ত থাকায় সপ্তাহে ১ থেকে ২ দিন স্কুলে আসতে পারেন না। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ জানান, তিনি শুনেছেন ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা হয়েছে। তবে তিনি স্কুলে নিয়মিত আসেন কী না সে বিষয়টি তার জানা নেই। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, ওই শিক্ষকসহ মামলার সকল আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার

জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে সড়কের গাছ নিলাম নিয়ে আদালতে মামলা

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাঁচ হাজার শিক্ষার্থীকে নিজামী ফাউন্ডেশনের ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ প্রদান

বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন