ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের পীরগঞ্জে সড়কের গাছ নিলাম নিয়ে আদালতে মামলা

রংপুরের পীরগঞ্জে সড়কের গাছ নিলাম নিয়ে আদালতে মামলা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে একটি সড়কের গাছ নিলাম সম্পন্নের পর আদালতে মামলা দায়ের হয়েছে। আদালত ১৪৪ ধারা জারি করলে পুলিশ গাছ কর্তনে বাধা প্রদান করে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ভেন্ডাবাড়ি ইউনিয়নের জোতবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

জোতবাদ পশ্চিমপাড়া হতে ভীমশহর সোনডুবরী পর্যন্ত ও জোতবাদ দক্ষিণপাড়া হতে মির্জাপুর আজগার আলীর বাড়ি পর্যন্ত ৪২৮টি ইউক্যালিপটাস গাছ নিলামে উপজেলা বন বীট কর্মকর্তা আবুল কালাম উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের কথা জানান। উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের স্বাক্ষরে গত ২৬ আগস্ট নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৩ সেপ্টেম্বর ভেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিলাম কার্য সম্পন্ন হয়।

এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন রতন সর্বোচ্চ দরদাতা হিসেবে কার্যাদেশ প্রাপ্ত হন। ওই ঘটনায় ভেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আদালতে সরকারি ও জনসাধারণের অর্থসম্পদ আত্মসাৎ করার অভিযোগ করে ১৪৪/১৪৫ ধারা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

মামলা সূত্রে জানা গেছে, বাদি তৌহিদুল ইসলাম কার্যাদেশ প্রাপ্ত আনোয়ারের বিরুদ্ধে দরপত্র দাতাদের হুমকি ধমকির মাধ্যমে নিলাম সম্পন্নের অভিযোগ আনেন। এ কাজে সহযোগিতা কারার দায়ে উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী মনোরঞ্জন ও গোলাম মোস্তফাকেও বিবাদি করা হয়।

এছাড়াও ওই সড়কের ৪২৮টি গাছের মূল্য তিনি ১৪ লাখ দিতে রাজি থাকলেও মাত্র ৬ লাখ ৮৪ হাজারে নিলাম সম্পন্ন হয়। উল্লেখ্য, জোতবাদ বৈশাখি ক্লাব কর্তৃক সামাজিক বনায়নের অংশ হিসেবে গাছগুলো বর্ণিত সড়কে রোপণ করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার

জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে সড়কের গাছ নিলাম নিয়ে আদালতে মামলা

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাঁচ হাজার শিক্ষার্থীকে নিজামী ফাউন্ডেশনের ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ প্রদান

বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন