দিনাজপুরের কাহারোলে পাটের ফলন ভালো পাটচাষিরা দাম পেয়ে খুশি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে পাটের ফলন ভালো এবং পাটচাষিরা দাম পেয়ে অনেক খুশি। চলতি পাট মৌসুমে অত্র উপজেলায় আবহাওয়া অনুকূলে থাকায় আর সার সংকট না হওয়ার কারণে পাটের চাষাবাদ ভালো হয়েছে। এবার পাটের ফলন ভালো ও বাজারে বর্তমানে পাটের দাম ভালো পাওয়ায় অনেক খুশি এই উপজেলার পাটচাষিরা।
উপজেলা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় বোরো ধানের পাশাপাশি এবার পাটের আবাদও ভালো হয়েছে। তবে পানি সমস্যার কারণে কিছু কিছু এলাকায় পাট জাগ দেওয়া নিয়ে হিমশিম খায় পাটচাষি কৃষকরা। বেশির ভাগ এলাকায় পাট কেটে জাগ দেওয়া এবং আঁশ নেওয়ার কাজ শেষ করে তাদের অতিকষ্টের ফসল পাট রোদে শুকিয়ে বাজারে বিক্রি করছেন অনেকেই।
চলতি মৌসুমের নতুন পাট বাজারে উঠতে শুরু করেছে বেশ কিছুদিন পূর্ব থেকে। এবার বিঘা প্রতি জমিতে ৮-৯ মণ পর্যন্ত পাটের ফলন হয়েছে। বর্তমান বাজারে কৃষকরা এক মণ পাট বিক্রি করছে ৪ হাজার ২শ’ টাকা থেকে ৪ হাজার ৫শ’ টাকা দরে।
উপজেলার তারগাঁও ইউনিয়নের পাহাড়পুর গ্রামের পাটচাষি শ্রী সুভাষ চন্দ্র রায় ও রনজিৎ কুমার রায় বলেন, ইরি-বোরো আবাদের পাশাপাশি কিছু জমিতে পাট চাষ করেছি। পাটের ফলনও ভালো পেয়েছি, বাজারে দামও সন্তোষজনক। তাই এবারে পাট চাষে খুশি হয়েছি।
আরও পড়ুনউপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানিয়েছেন, এই উপজেলায় অন্য বছরের তুলনায় এ বছর যথাসময়ে খরা, ভালো বীজ, তেমন সার সংকট না থাকায় পাটের আবাদ আশানুরুপ ভালো হয়েছে বলে আমরা আশা করছি।
তিনি আরো জানান, অত্র উপজেলায় চলতি পাট মৌসুমে ৩৭০ হেক্টর জমিতে পাট চাষাবাদের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল। কিন্তু যা আবাদ হয়েছে তা গত বছরের তুলনায় একটু বেশি। কৃষি বিভাগের পক্ষ হতে পাট চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে ও যোগাযোগ রক্ষা করে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন।
মন্তব্য করুন