ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

জয়পুরহাটের ক্ষেতলালে মৎস্য সপ্তাহর নামে চাঁদার তোলার অভিযোগ

জয়পুরহাটের ক্ষেতলালে মৎস্য সপ্তাহর নামে চাঁদার তোলার অভিযোগ। প্রতীকী ছবি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : সারা দেশে মৎস্য সপ্তাহ উদযাপিত হলেও জয়পুরহাটের ক্ষেতলালে দায়সারা ভাবে মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। মৎস্য সপ্তাহ পালনের জন্য সরকারিভাবে প্রায় ৬০ হাজার টাকা বরাদ্দ পাওয়ার পরও বিভিন্ন সমিতি এবং মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে মৎস্য সপ্তাহের নামে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার কামরুজ্জামানের বিরুদ্ধে।

জানা গেছে, আজ সোমবার (১৮ আগস্ট) থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ উদ্যাপন করার কথা। কিন্তু ক্ষেতলাল উপজেলা মৎস্য অফিসের আয়োজনে দায়সারাভাবে মৎস্য সপ্তাহ পালন করেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার কামরুজ্জামান।

মৎস্য সপ্তাহ উদ্যাপনের লক্ষ্যে সরকারিভাবে ৬০ হাজার টাকা পাওয়ার পরও কার্যকরি মৎস্যজীবি সমিতি, মৎস্যচাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়া মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে সাধারণ মানুষকে ডেকে এনে তাদেরকে নাস্তা না দিয়ে টাকা দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

তুলশীগঙ্গা ইউনিয়নের সাবেক মৎস্য সম্প্রসারণ কর্মী জিয়াউর রহমান বলেন, প্রকৃত মৎস্যজীবী ও মৎস্যচাষিদের নিয়ে মৎস্য সপ্তাহ পালন করার কথা। কিন্তু একজন বাদে ৩০ জনের সবাই সাধারণ মানুষ। তাদেরকে ডেকে এনে কোনমতে দায় পারি দেওয়া মৎস্য সপ্তাহ উদ্যাপন করা হায়েছে। ফলে প্রকৃত মৎস্যজীবী ও চাষিরা বঞ্চিত হয়েছেন।

বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের সজল চন্দ্র বলেন, মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে মৎস্য কর্মকর্তা তার ইচ্ছামত কর্মসূচি পালন করেছেন। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান বলেন, জনবল না থাকায় এক সপ্তাহ কর্মসূচি পালন করতে হিমশিম খেতে হয়েছে। চাঁদা হিসেবে কারও কাছ থেকে টাকা আদায় করা হয়নি। কেউ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নিজ উদ্দ্যোগে টাকা দিলে সেটা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

মির্জাপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

‘আন্তর্জাতিক’ বাদ দিয়ে নতুন নাম হবে ঢাকা বাণিজ্য মেলা

ক্রিকেটারদের পাওয়ার হিটিং স্কিল বাড়াচ্ছেন জুলিয়ান

পাবনার সাঁথিয়া উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম গ্রেফতার

নারায়ণগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক