ভিডিও মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

গাংনীতে মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গাংনীতে মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মেহেরপুরের গাংনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিনি ট্রাকের ধাক্কায় মখলেছুর রহমান বান্টু (৬৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে গাংনী-কাথুলী সড়কের সাহারবাটি এবাদতখানা মাধ্যমিক বিদ্যালয় ও পিএসকেএস খামার ও প্রশিক্ষণ কেন্দ্রের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মখলেছুর রহমান গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বাসিন্দা ও পেশায় একজন জমি পরিমাপক (আমিন) ছিলেন। তিনি সাহারবাটি চারচারা বাজারের মৃত মহাম্মদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মখলেছুর রহমান গাংনী বাজারে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাহারবাটি এবাদতখানা স্কুলের কাছে পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগামী মিনি ট্রাক (নং- ঢাকা মেট্রো-অ-১১-৫১১৭) তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তার মাথার উপর দিয়ে চলে যায়। হেলমেট ভেঙে চুরমার হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে অ্যাম্বুলেন্সে তোলার পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তার মৃত্যু নিশ্চিত করেন।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী ইসরাইল বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাংনীতে মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

র‌্যাব-১৩’র অভিযানে কষ্টি পাথরের মূর্তিসহ ২ পাচারকারী গ্রেফতার

শমিত-জায়ান থাকলেও একাদশে নেই জামাল

মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬

টাঙ্গাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগ

দিনাজপুরে আগাম জাতের আমন ধান বাজারে উঠতে শুরু