ভিডিও মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

পাবনার বেড়ার ঐতিহ্যবাহী স্টেডিয়াম এখন পরিত্যক্ত জলাভূমি

পাবনার বেড়ার ঐতিহ্যবাহী স্টেডিয়াম এখন পরিত্যক্ত জলাভূমি

বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার বেড়া পৌর এলাকার ঐতিহ্যবাহী শহীদ আব্দুল খালেক স্টেডিয়াম এখন পরিত্যক্ত এক জলাভূমি। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই মাঠে একসময় নিয়মিত বড় বড় ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা হতো। হাজারও দর্শকে মুখর থাকত মাঠটি। অথচ এখন মাঠ জুড়ে নোংরা পানি, দুর্গন্ধ আর অব্যবস্থাপনা ছাড়া কিছুই নেই।

শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামের অবস্থান বেড়া পৌর এলাকার কাগমাইর পাড়া-মহল্লার বেড়া ফাযিল মাদ্রাসার পাশে। বেড়ার ক্রীড়াঙ্গনের প্রাণ বলতে এই মাঠটিকেই বোঝানো হয়। এটি শুধু বেড়া উপজেলারই নয়, আশেপাশের কয়েক উপজেলার সবচেয়ে বড় খেলার মাঠ।

বেড়াবাসী দীর্ঘদিন ধরে এই মাঠে গ্যালারি স্থাপনের দাবি জানিয়ে এলেও তা উপেক্ষিত থেকে গেছে। অথচ অতীতে এই মাঠে গ্যালারি স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীরা। তবে মাঠে গ্যালারি না থাকলেও প্রাচীরে ঘেরা এই মাঠের চারদিকে দাঁড়িয়ে-বসে একসাথে প্রায় ১৫ হাজার দর্শক খেলা দেখতে পারেন।

এলাকাবাসী জানান, মাঠটি স্থাপনের পর নিয়মিতভাবে এখানে বড় ও বিখ্যাত দলগুলোর অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতার আয়োজন হত। হাজার হাজার মানুষ টিকিট কেটে সেই প্রতিযোগিতা উপভোগ করেছেন। এছাড়া বছরজুড়েই আশেপাশের এলাকার ক্রীড়াবিদরা এই মাঠে বিভিন্ন খেলাধুলার চর্চা করে থাকেন। সারাবছরই মাঠ থাকতো পরিষ্কার পরিচ্ছন্ন ও খেলার উপযোগী।

কিন্তু কয়েক বছর ধরে মাঠটি সংস্কার ও পরিচ্ছন্ন রাখার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। মাঠের প্রধান ফটকটি ভেঙে গিয়ে খোলা থাকায় আশেপাশের শত শত লোক ঢুকে গিয়ে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করছেন। সবচেয়ে বড় সমস্যা হয়েছে মাঠের পূর্বদিকের দেওয়াল ও রাস্তা ভেঙে পাশের মহল্লার জলাবদ্ধতার নোংরা পানি পুরো মাঠে ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি করেছে।

আরও পড়ুন

এই বছরই এ সমস্যাটি প্রকট আকারে দেখা দিয়েছে। এছাড়া মাঠের চারদিকের পরিবারগুলো অপরিকল্পিতভাবে ঘরবাড়ি ও রাস্তা তৈরি করায় এই পানি বের হওয়ার কোনো রাস্তা নেই। প্রায় চার মাস ধরে মাঠে দুই থেকে তিন ফুট পানি জমে থাকায় খেলাধুলাও অনুশীলনের উপযোগী কোনো অবস্থাই নেই।

সরেজমিনে দেখা গেছে, আশপাশের শত শত মানুষ মাঠের প্রবেশপথ থেকে একটু ভিতরে ঢুকে অঘোষিত পাবলিক টয়লেটে পরিণত করেছেন। মাঠের ভেতর প্রায় পুরো জায়গা জুড়ে জলাবদ্ধতা। গোল পোস্টের নিচ থেকে দুই-তিন ফুট পর্যন্ত নোংরা পানিতে ডুবে আছে। আর মাঠের অল্প যে জায়গাটুকু শুকনো রয়েছে সেখানে আশেপাশের এলাকার ট্রাক মালিকেরা অঘোষিত ট্রাক স্ট্যান্ড তৈরি করেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তালিকাভূক্ত রেফারি শাহনেওয়াজ সাগরের বাড়ি স্টেডিয়ামটির একেবারে কাছে। তিনি আক্ষেপ করে বলেন, ‘কয়েক উপজেলার ক্রীড়াঙ্গণের প্রাণকেন্দ্র হলো এই স্টেডিয়াম। এর এমন বেহাল দশা কোনো ভাবেই মেনে যায় না। এই মাঠে বেড়ার অসংখ্য শিশু-কিশোর সকাল-বিকেলে ফুটবল, ক্রিকেটসহ নানা খেলাধুলায় অংশ নিত। মাঠের অভাবে তারা মোবাইলে আসক্ত হচ্ছে। এমনকি কেউ কেউ নেশার জগতেও চলে যাচ্ছে। অবিলম্বে মাঠটির সংস্কার কাজ শুরু করা দরকার।’

মাঠটির দেখ ভালের দায়িত্ব উপজেলা পরিষদের বলে জানা গেছে, এ ব্যাপারে বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোরশেদুল ইসলাম বলেন, মাঠটি নিচু বলে বৃষ্টির পানি জমে এতটা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা পানি নিষ্কাশনের উপায় খুঁজছি। এছাড়া অন্যান্য সমস্যাগুলোর ও সমাধান করে মাঠটি যাতে দ্রুত ব্যবহারের উপযোগী করা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস উদযাপন

ব্যভিচার গর্হিত অপরাধ

বগুড়ার শেরপুরে ওয়াই-ফাই পাসওয়ার্ডকে কেন্দ্র করে দুই শিক্ষকের মারামারি

সিরাজগঞ্জে ইছামতি নদীর ওপর ব্রিজ না থাকায় তিন উপজেলাবাসীর দুর্ভোগ

পাবনার বেড়ার ঐতিহ্যবাহী স্টেডিয়াম এখন পরিত্যক্ত জলাভূমি

নওগাঁয় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি