ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৫, ১১:৫০ রাত

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস উদযাপন

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (১৩ অক্টোবর) বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিতির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক  হোসনা আফরোজা।

বিশেষ অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, এডিএম মো. মাসুদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও অতিথি ছিলেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর জয়পুরহাট জেলার এডি শরিফুল ইসলাম, বগুড়ার সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম প্রমুখ।

এদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট দিনটি উপলক্ষে সকাল ৯ টায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট কার্যালয় প্রাঙ্গণ থেকে  শুরু হয়ে বগুড়ার জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন

সুইস রেড ক্রসের অর্থায়নে পরিচালিত যমুনা প্রকল্পের সহযোগিতায় বাস্তবায়িত কর্মসূচির অংশ হিসেবে র‌্যালিতে উদ্বোধন করেন বগুড়া ইউনিটের ইউনিট কার্যনির্বাহী সদস্য ও সাবেক বোর্ড মেম্বর রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি ছিলেন ইউনিট সেক্রেটারি  মো. শাহাদত হোসেন, ইউনিট কার্যনির্বাহী সদস্য  আবিদুর রহমান সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন শিকদার রাহাত ইসলাম, ইউনিট লেভেল কর্মকর্তা, বগুড়া ইউনিট, অমল কুমার প্রামানিক, রায়হান খন্দকার প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা প্রশাসকসহ দেশের বিভিন্ন জেলার ১৫ ডিসি রদবদল

সেই দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের ছনপাতা বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানকৃত ৬টি গবাদিপশু ও ৫০ কেজি বিড়ির মসলা জব্দ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সার ব্যবসায়ী নিহত

বগুড়ার শাহজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার