কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পৃথক অভিযানে মাদকসহ আটক ২

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : জামালপুর ব্যাটালিয়ন-৩৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমানের নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকসহ ২ জনকে আটক করে রৌমারী থানায় সোপর্দ করেছে বিজিবি। আজ সোমবার (১৩ অক্টোবর) ও আজ সোমবার (১৩ অক্টোবর) মাদক চোরাচালান বিরোধী অপারেশনে তাদের আটক করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, উপজেলার বড়াইবাড়ি সীমান্তে আজ সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৯টায় বড়াইবাড়ি বিওপির টহলদল বাংলাদেশের অভ্যন্তরে চুলিয়ারচর নামক স্থানে অভিযান চালায়। এসময় ১৮ বোতল ভারতীয় মদ, ২শ’ পিছ সাইপ্রোহেপ ও টাডিন ট্যাবলেট, ৩শ’ পিছ ডেক্সট্রা মেথাসন ট্যাবলেট উদ্ধার করে। পরে ভোর পৌনে ৪টায় পাথরেরচর বিওপির টহলদল কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে পাথরেরচর নামক স্থান থেকে ৬ বোতল ভারতীয় মদ, ১২শ’ পিস এ্যামলোকিন্ড ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুনএছাড়াও আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রৌমারী বিওপির ব্যাপারীপাড়া নামক স্থান থেকে ভারতীয় ইয়াবা ১০২ পিস, বাটন মোবাইল ফোন ২টিসহ চিলমারী উপজেলার থানা হাট হাজি পাড়া গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে মনোয়ারুল ইসলাম(২৭) ও মৃত আব্দুর রহমান লাল মিয়ার ছেলে নুর আলমকে(৩৯) আটক করে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন