দিনাজপুরের হিলিতে চার প্রতিষ্ঠানকে জরিমানা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে ভারতীয় ভেটেরিনারি বীজ ও ভ্যাকসিন বিক্রির অপরাধে ৩টি ভেটেরিনারি ভ্যাকসিন ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ চার প্রতিষ্ঠানকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়, সাতকুড়ি, বোয়ালদাড় ও ডাঙ্গাপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।
তিনি বলেন, অবৈধভাবে ভারত থেকে আনা নিষিদ্ধ ভারতীয় গরু ছাগলের বীজ দেশীয় বিভিন্ন প্রাণীকে দেওয়া হচ্ছে। সেইসাথে প্রাণীর বিভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণ রোধে যেসব ভ্যাকসিন রয়েছে সেগুলোও এনে প্রাণীদের দেওয়া হচ্ছে এমন খবরে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
আরও পড়ুনএছাড়া সম্পূর্ণ ভ্যাকসিন একসাথে দেওয়ার নিয়ম থাকলেও অর্ধেক দিয়ে তা ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে এমন চিত্রও দেখা যায়। এসব অপরাধে ৩টি ভেটেরিনারি ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পদ্মকলি সুইটসকে মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন