বগুড়ার গন্ডগ্রামে এক ব্যক্তি ছুরিকাহত

স্টাফ রিপোর্টার: বগুড়া শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামে নয়াপাড়ায় শিবলু মিয়া (৪০) নামে এক ব্যক্তি ছুরিকাহত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিবলু মিয়া গন্ডগ্রাম নয়াপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
বগুড়া শাজাহানপুর থানার ওসি মো: শফিকুল ইসলাম জানান, শিবলুর ছেলের কাছ থেকে প্রতিবেশি এক যুবক একটি মোবাইল ফোন কেড়ে নেয়। পরে এ নিয়ে শিবলুর সাথে তার বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে প্রতিবেশি ওই যুবক তাকে কোমরের নিচে উপর্যুপরীভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আরও পড়ুনএরপর স্বজনরা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়। ওসি আরও বলেন, হামলাকারী ওই যুবক আহত শিবলুর সম্পর্কে ভাতিজা। এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন