ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

পনায় নতুন দিগন্তের সূচনা করেছেন ফারাবী হাফিজ

ফারাবী হাফিজ

অভি মঈনুদ্দীন ঃ ফারাবী হাফিজ, বাংলাদেশের গণমাধ্যমের এই সময়ের এক নন্দিত জনপ্রিয় সংবাদ উপস্থাপকের নাম। বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে যে ক’জন সংবাদ উপস্থাপক তাদের নিজস্ব স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মনে স্থান করে নিয়েছেন, তাদের মধ্যে তার নামটি উজ্জ্বল।

টেলিভিশন পর্দায় তার আবির্ভাব কেবল একটি নতুন মুখের উন্মোচন নয় বরং এটি ছিল একটি স্বতন্ত্র কণ্ঠ ও ভিন্নধর্মী উপস্থাপনশৈলীর সূচনা। ফারাবী হাফিজের সংবাদ উপস্থাপনা দর্শকদের কাছে পরিচিত তার স্পষ্ট উচ্চারণ, সময়োপযোগী ভঙ্গি এবং প্রাঞ্জল দৃষ্টিভঙ্গির জন্য। তার কণ্ঠে থাকে বিশ্বাসযোগ্যতা, চোখে পড়ে দায়িত্ববোধ। একটি সংবাদের গুরুত্ব অনুযায়ী তার দৃষ্টিভঙ্গি ও প্রকাশভঙ্গি পরিবর্তিত হয়, যা একজন দক্ষ সংবাদ উপস্থাপকের বিশেষত্ব। তিনি খবর পড়েন না তিনি যেন খবরের ভাবনা দর্শকের সামনে তুলে ধরেন। তার এই স্বকীয়তা বিশেষ করে তরুণ দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার উপস্থাপনার কিছু ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে তার আত্মবিশ্বাসী কণ্ঠস্বর ও সাবলীল উপস্থাপন প্রশংসা কুঁড়িয়েছে নেটিজেনদের কাছ থেকে।

ফারাবী হাফিজ বলেন,‘ শুরু থেকেই আমার লক্ষ্য একটাই ছিলো সংবাদ উপস্থ্ধাসঢ়;পনায় আমি যেন আমার সিগনেচার তৈরী করতে পারি। যে কারণে শুরু থেকেই আমার সংবাদ উপস্থাপনায় ছিলো পেশাদারিত্বের ছাপ, আবার সঙ্গে থাকতো মানবিকতা ও দেশপ্রেমের প্রকাশ। নতুন প্রজন্মের কাছে আমি অনুপ্রেরণার হতে চেয়েছিলাম। সময়ের ধারাবাহিকতায় আমি আমার স্বপ্ন কিছুটা হলেও পূরণ করতে পেরেছি। দর্শক আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন যে কারণে আগামীতে আরো ভালো করতে চাই। আর আমি বিশ্বাস করি সংবাদ কেবল তথ্য নয়, এটি একটি দায়িত্ব এবং তার প্রতিটি উপস্থাপনাতেই সেই দায়িত্ববোধ স্পষ্টভাবে প্রতিফলিত হয়।’

আরও পড়ুন

ফারাবী যে চ্যানেলেই উপস্থাপনা করেছেন, সেই চ্যানেলের দর্শকসংখ্যা ও গ্রহণযোগ্যতায় এসেছে ইতিবাচক পরিবর্তন। ফারাবী হাফিজ শুধু একজন সংবাদ উপস্থাপক নন, তিনি একজন সংবাদ-ভাবনার বাহক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ফারাবী ব্যক্তিজীবনে অত্যন্ত নিরহংকারী ও পরিশ্রমী। বাংলাদেশের সংবাদ উপস্থাপনার জগতে ফারাবী হাফিজ যেমন এক নতুন দিগন্তের উন্মোচন করেছেন। তার হাত ধরেই হয়তো আরও অনেক তরুণ এই পেশায় প্রবেশের সাহস পাবেন, যারা সংবাদকে দেখবে দায়িত্ব ও মেধার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বসতবাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ‘বাগান বিলাস’ ফুল

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান