ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

সৌদামিনী’রূপে ইধিকায় মুগ্ধ দর্শক

নায়িকা ইধিকা পাল

অভি মঈনুদ্দীন ঃ ইধিকা পাল, দুই বাংলার জনপ্রিয় নায়িকা। আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে বাংলাদেশেই তার প্রথম অভিষেক হয়। বিপরীতে ছিলেন বাংলাদেশের সিনেমার গর্ব সুপারস্টার শাকিব খান। এরপর কলকাতায় ইধিকা অভিনীত ‘খাদান’ মুক্তি পায়। এই সিনেমা দিয়েও কলকাতার সিনেমাপ্রেমী দর্শকের মন জয় করে নেন। এতে তার বিপরীতে ছিলেন দেব। পরে বাংলাদেশে মুক্তি পায় শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমাটি। এই সিনেমাটি ব্যবসা সফল হয়। অর্থাৎ ইধিকা অভিনীত তিনটি সিনেমা ‘প্রিয়তমা’,‘ খাদান’ ও ‘বরবাদ’ ব্যবসা সফল সিনেমা। সিনেমার মানুষেরা ইধিকাকে লাকি নায়িকা হিসেবেই বিবেচনা করেন।

লাকি এই নায়িকা অভিনীত নতুন আরো একটি সিনেমা দুর্গা পূজা উপলক্ষ্যে ২৫ সেপ্টেম্বর ভারতে মুক্তি পায় ‘রঘু ডাকাত’ নামের একটি সিনেমা। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’ সিনেমাটিতে যথারীতি তার বিপরীতে অভিনয় করেছেন দেব। সিনেমাটিতে ইধিকা অভিনয় করেছেন সৌদামিনী চরিত্রে। ২৫ সেপ্টেম্বর মুক্তির পর থেকেই সেই একই সময়ে মুক্তিপ্রাপ্ত অন্য সিনেমার চেয়ে বেশি ব্যবসা করছে।

ইধিকার ভাষ্যমতে এরইমধ্যে ‘রঘু ডাকাত’ কয়েক কোটি টাকা ব্যবসা করেছে। যে হিসেবে একটি সিনেমাকে ব্যবসা সফল সিনেমা হিসেবে আখ্যায়িত করা যায়। এখনো হলে হলে সিনেমাটি দর্শক প্রবল আগ্রহ নিয়ে দেখছে বলেও জানান ইধিকা।

আরও পড়ুন

ইধিকা পাল বলেন,‘ সবসময়ের মতো এখনো আমি দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শকের এই যে ভালোবাসা, এর সত্যিই কোনো তুলনা হয়না। সেই প্রিয়তমা থেকে শুরু করে খাদান, বরবাদ-এ দর্শকের ভালোবাসা পেয়েছি দুই বাংলা থেকেই। রঘু ডাকাত যদিও কলকাতায় মুক্তিপ্রাপ্ত সিনেমা। তারপরও সিনেমাটি মুক্তির আগে ঝিলমিল ঝিলমিল লাগেরে গানটি যখন প্রকাশ পায়, তখন দুই বাংলার দর্শকের কাছ থেকেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। বারবার দর্শকই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, তারাই আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। তাই কৃতজ্ঞতা সবসময়ই দর্শকের প্রতি। অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা আমার প্রতিটি সিনেমার প্রযোজক পরিচালকের প্রতি, সহশিল্পীদের প্রতি। বিশেষ করে ‘প্রিয়তমা’ টিমের কথাতো বলতেই হবে। প্রিয়তমার কারণেই আমি আজকের ইধিকা পাল।’

ইধিকার জন্ম ১৯৯৮ সালের ২ জুলাই। ইধিকা তার অভিনয় জীবন শুরু করেন ২০১৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘আরব্য রজনী’তে একটি এপিসোডিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর তিনি ‘কপালকুণ্ডলা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘রিমলি’ এবং ‘পিলু’ ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। ‘রিমলি’ ধারাবাহিকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বসতবাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ‘বাগান বিলাস’ ফুল

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান