বগুড়ার ধুনটে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলা গ্রাম্য সালিশে ন্যায় বিচার না পেয়ে ক্ষুব্ধ হয়ে আলহাজ রহমত তালুকদার (৪৮) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত খয়ের আলীর ছেলে আবু স্যামা (৫৬) ও ছাবেদ আলীর ছেলে মোহাম শেখ (৫৫)। গতকাল শনিবার দুপুরে থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার সন্ধ্যায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গ্রামের সামাজিকবিরোধ মিমাংসার জন্য ব্যবসায়ী রহমত আলী সালিশ বৈঠক করে থাকেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একই গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে জুয়েল সেখের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মিমাংসার বৈঠক করেছিলেন রহমত আলী। কিন্তু ওই বৈঠকে জুয়েল সেখ ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ ওঠে।
আরও পড়ুনএ অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৯টায় রহমত আলী ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে জুয়েল সেখের বাড়ির সামনের রাস্তায় পৌঁছলে জুয়েল ও তার লোকজন রহমত আলীকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত রহমত আলী তালুকদারের স্ত্রী কহিনুর খাতুন বাদি হয়ে গত শুক্রবার থানায় হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় জুয়েল সেখ ও তার মা রুবি খাতুনসহ ৯ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক হায়দার আলী বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন