ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

বন্ধুর বিয়েতে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাপায় একবন্ধু নিহত, অপরজন হাসপাতালে

বন্ধুর বিয়েতে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাপায় একবন্ধু নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে বন্ধুর বিয়েতে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাপায় মাহফুজুর রহমান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বন্ধুসহ তিনজন আহত হয়েছেন । যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়নের (৬ বিজিবি) সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত মাহফুজুর রহমান সদর উপজেলার হাজরাহাটি গ্রামের হাজী ইউনুস আলীর ছেলে। তিনি পেশায় ফ্রিল্যান্সার ছিলেন। 

পরিবার জানায়, বন্ধুর বিয়ের দাওয়াতে যোগ দিতে মাহফুজুর ও তার বন্ধু মোটরসাইকেলে করে দর্শনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে ঘটে এই দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গামুখী “খান পরিবহন”-এর একটি বাস বিজিবি হাসপাতালের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মাহফুজুর রহমান নিহত হন এবং তার বন্ধু ও বাসের দুই যাত্রী আহত হন। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যায়।

আরও পড়ুন

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস, মোটরসাইকেল ও ইজিবাইকটি জব্দ করে। আহতদের বিজিবি সদস্যরা উদ্ধার করে বর্ডার গার্ড হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে পাঠান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, “আহত তিনজনের মধ্যে তুহিন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি রাখা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন। 

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, “দুর্ঘটনায় একজন যুবক মারা গেছে এবং কয়েকজন আহত হয়েছে। বাসচালক ও হেলপার পালিয়েছে। আমরা বাস, মোটরসাইকেল ও ইজিবাইক জব্দ করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে

ডেঙ্গু : হাসপাতালে ভর্তি আরো ৪১৩

ভিভো ভি৬০ লাইটের সাথে মিলবে অ্যাডভেঞ্চার ও অফার

বন্ধুর বিয়েতে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাপায় একবন্ধু নিহত, অপরজন হাসপাতালে

বিয়ে করছেন ৪২ বছরের অভিনেত্রী তৃষা

হাইতিতে তীব্র খাদ্য সংকটে ৬০ লাখ মানুষ