বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি থানা পুলিশ ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হারুনুর রশিদ (৩২) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে। আজ শনিবার (১১ অক্টোবর) সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের ডালম্বা পূর্বপাড়া তালুকদার অটোরাইস মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। হারুনুর রশিদ উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইন্দইল গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।
পুলিশ জানায়, আজ শনিবার (১১ অক্টোবর) সকালে হারুনুর রশিদ নামের ওই মাদককারবারি বগুড়া-নওগাঁ মহাসড়কের ডালম্বা পূর্বপাড়া তালুকদার অটোরাইস মিলের সামনে মাদকদ্রব্য বেচাকেনা করার সময তাকে ২৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
আরও পড়ুনথানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন