আগামী শিক্ষাবর্ষ থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালুর প্রত্যাশা রয়েছে - ভিসি ড. হাছানাত আলী

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেছেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য জমি অধিগ্রহণের অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো ও একাডেমিক মাস্টার প্লান তৈরির জন্য ৪ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একটু দেরিতে হলেও আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে আশা করছি।
ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় অধ্যাপক হাছানাত আলী এসব কথা বলেন। সভায় রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, ছাত্র সমামজের প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় হাছানাত আলী ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছরে কি কি কাজ করেছেন তা লিখিত আকারে তুলে ধরেন।
ড. হাছানাত আলী বলেন, তিনি ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর পূর্ণাঙ্গ সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল গঠন করা হয়েছে। ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা’ ও ৫০ বছরের জন্য একাডেমিক মাস্টার প্লান প্রণয়ণের লক্ষ্যে ডিপিপি প্রেরণের পর চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কাজ শুরু হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ভূমি অধিগ্রহণের জন্য সাইড সিলেকশন সম্পন্ন করে ভূমি অধিগ্রহণের জন্য প্রশাসনিক অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রালয়।
বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সমৃদ্ধকরণের জন্য এই সময় বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, ইসলামিক ফাউন্ডেশন থেকে বই প্রাপ্তির নিশ্চয়তা পাওয়া গেছে। এছাড়া ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বইসহ বিভিন্ন শিক্ষাউপকরণ উপহার পাওয়া গেছে।
আরও পড়ুনছাত্র সমাজের এক প্রতিনিধির পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন ‘আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ একটি রাজনৈতিক পদ। তবে ভিসির দায়িত্ব নেওয়ার পর আমি আমার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ পায় এমন কাজ করতে চাই না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। প্রকৃত মেধাবীদের নিয়োগ দেওয়া হবে।
মতবিনিময় সভায় নওগাঁ জেলা বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, নওগাঁ জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব, সেক্রেটারি এড. আ স ম আবু সায়েম, নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এএসএম রায়হান আলম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক সভাপতি নবির উদ্দিন, কায়েস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা আগামী সেশন থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর ব্যাপারে উপাচার্য হাছানাত আলীকে কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন তারা।
২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ’ বিল পাস হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১৬ জানুয়ারি অধ্যাদেশ জারি করে বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ করা হয়। তবে ভিসিসহ কিছু জনবল নিয়োগ এবং বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণের অনুমোদন ছাড়া বিশ্ববিদ্যালয়টির তেমন দৃশ্যমান অগ্রগতি হয়নি।
মন্তব্য করুন