ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

ঠাকুরগাঁওয়ে ভুয়া কার্ড দিয়ে ২২০ জনের সাথে জালিয়াতি গ্রেফতার ৪

ঠাকুরগাঁওয়ে ভুয়া কার্ড দিয়ে ২২০ জনের সাথে জালিয়াতি গ্রেফতার ৪

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ন্যায্যমূল্যে টিসিবির পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে ঠাকুরগাঁওয়ে প্রায় ২২০ জন দরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার সময় এক নারীসহ চার প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। নিজেদের ব্র্যাক কর্মী পরিচয় দিয়ে চক্রটি সাধারণ মানুষের কাছ থেকে ২২ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে।

পরে ভুক্তভোগীরা আটককৃতদের পুলিশে সোপর্দ করে থানায় মামলা দায়ের করেন। গতকাল সোমবার গ্রেফতারকৃত ৪ জনকে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন ঠাকুরগাঁওয়ের অটোরিকশা চালক লিটন রানার (৩৪) বাড়িতে গত ৩০ সেপ্টেম্বর বিকেলে প্রতারক চক্রের সদস্যরা নিজেদের ব্র্যাক কর্মচারী পরিচয়ে উপস্থিত হয়।

এসময় তারা স্বল্পমূল্যে টিসিবির পণ্য পাওয়ার 'কার্ড' দেওয়ার কথা বলে। নিরক্ষর লিটন রানা এবং তার স্ত্রী প্রতারকদের কথায় রাজি হলে কার্ড বাবদ প্রত্যেকের কাছ থেকে ১শ’ টাকা করে দাবি করা হয়। এছাড়াও চক্রটি আশেপাশের গ্রামের প্রায় ২২০ জনের কাছ থেকে মোট ২২ হাজার টাকা সংগ্রহ করে এবং গত রোববার (৫ অক্টোবর) পুরাতন ঠাকুরগাঁও এলাকায় মালামাল বিতরণের কথা জানায়। এদিকে নির্ধারিত দিনে পণ্য না পেয়ে গ্রামবাসী উদ্বিগ্ন হয়ে পড়ে।

একই কায়দায় গত রোববার বেলা ১১টায় চক্রটি আকচা মন্ডলপাড়া এলাকায় আবারও টাকা নেওয়ার সময় লোকজনের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তারা ব্র্যাক কর্মী দাবি করে। এসময় সাবেক এক ব্র্যাক কর্মীকে ডেকে আনা হয় এবং আটককৃতরা ব্র্যাকের কেউ নন বলে নিশ্চিত করা হয়। পরে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে চার প্রতারককে আটক করে।

আরও পড়ুন

আটককৃতরা হলো- মো. সোহেল রানা (৩৩), মো. ফাহিম হোসেন (২৪), মোসা. শিরিন আক্তার (২২) এবং মোছা. সাকিলা বেগম (২৯)। এসময় তাদের কাছ থেকে ৬০টি ভুয়া কার্ড উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগী লিটন রানা আটককৃতদের নিয়ে ঠাকুরগাঁও সদর থানায় এসে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ আনেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া দুপচাঁচিয়ার পাঁচোষা গ্রাম থেকে তিন জুয়াড়ি গ্রেফতার

কিছু উপদেষ্টা দায়সারা দায়িত্ব পালন করছেন : সারজিস আলম

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ওপর একটি সেতু নির্মাণ হলে খুলবে উন্নয়নের দ্বার

ইংলিশদের কাছে মারুফাদের লড়াই করেও হার

দিনভর রোদ ও মেঘের খেলার মধ্যেই মৌসুমের প্রথম ঘন কুয়াশায় ভিজলো বগুড়ার মাটি

আগামী শিক্ষাবর্ষ থেকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালুর প্রত্যাশা রয়েছে - ভিসি ড. হাছানাত আলী