বেরোবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক

রংপুর জেলা প্রতিনিধি : দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৯ মে) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর অঞ্চলের ১১ টি কেন্দ্রে বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ তে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক তার প্রবেশপত্রের ছবির সাথে চেহারার মিল না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে জানান। পরে তারা এসে তাকে আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।
জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী আব্দুস সোবহান জানান, দিনাজপুরের চিরিরবন্দরের সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থী আজমাঈন ফায়িকের পরিবর্তে পরীক্ষা দিতে এসেছেন। নবম শ্রেণিতে পড়ে। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া নতুনবাজার এলাকার মো. ফারুকের ছেলে। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই আজিজ স্বপন বলেন, প্রক্সি দিতে আসা একজনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।
এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯৯৪ জন, কারমাইকেল কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫৯১ জন, রংপুর সরকারি কলেজ কেন্দ্রে ১ হাজার ৩৮৫ জন, সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ১ হাজার ৪৮৭ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪ হাজার ৩৩৭ জন, দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৫৭১ জন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ২৩৯ জন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৮৩২ জন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ৯২৩ জন, কারমাইকেল কলেজিয়েট স্কুুল এন্ড কলেজ কেন্দ্রে ৯৩৯ জন এবং লায়ন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৩৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। ১১ টি পরীক্ষা কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯২.৩৮ %।
আরও পড়ুনএছাড়াও বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় ২৫৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শওকাত আলী কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপাচার্য জানান, ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় এ ইউনিটে রংপুর অঞ্চলের ১১ টি কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি লাঘব হয়েছে।
মন্তব্য করুন