কাকে বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ?
বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা পার্থ শেখ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার সহধর্মিণী সামিহা রহমান। দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু জানান, রাজধানীর নিকুঞ্জে অবস্থিত একটি কনভেনশন সেন্টারে পার্থ ও সামিহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উভয় পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুনএর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পার্থ ও সামিহাকে একসঙ্গে বিভিন্ন সময় ছবি শেয়ার করতে দেখা গেছে। দীর্ঘদিনের সেই সম্পর্ক পরিণতি পেল বৈবাহিক বন্ধনে।
মন্তব্য করুন



_medium_1767885160.jpg)
_medium_1767883268.jpg)


_medium_1767904066.jpg)

