শেখ পরিবারের নামে থাকা ঢাবির ৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামানুসারে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিন্ডিকেট সভায় শেখ পরিবারের সদস্যদের নামে থাকা মোট পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি আবাসিক হল, একটি হোস্টেল এবং দুটি স্টাফ কোয়ার্টার।
নাম পরিবর্তনের আওতায় থাকা স্থাপনাগুলো হলো শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার ও সুলতানা কামাল হোস্টেল।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে দুটি আবাসিক হলের নতুন নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহিদ ওসমান হাদী হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম ক্যাপ্টেন সিতারা বেগম হল রাখার কথা বলা হয়েছে।
আরও পড়ুননতুন নামগুলো চূড়ান্ত করতে পরবর্তী সময়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রসঙ্গে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, সিন্ডিকেট সভায় এটি অনুমোদন পেলেও সিনেট পুনর্গঠন সম্পন্ন হওয়ার পরই সিদ্ধান্তটি স্থায়ীভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1767899758.jpg)







