চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ১ কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি এরফান আলীকে (৪১) আবারও গ্রেফতার করেছে র্যাব। সে সদর উপজেলার দেলবাড়ি গ্রামের সফেদ আলীর ছেলে। গতকাল সোমবার বেলা ২টায় গুনির এলাকায় অভিযান চালিয়ে বাজার করা ব্যাগের ভেতরে গাঁজা নিয়ে যাওয়ার সময় এরফানকে গ্রেফতার করা হয়।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি ৩শ’ গ্রাম গাঁজাসহ হাতেনাতে এরফানকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনতার বিরুদ্ধে সদর থানায় এরআগে দায়েরকৃত একটি মাদক মামলা এখনও চলমান। এ ঘটনায় সদর থানায় তাকে হস্তান্তর করে আরও একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন