ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

২০ ডিসেম্বর বেরোবিতে প্রথম সমাবর্তন

২০ ডিসেম্বর বেরোবিতে প্রথম সমাবর্তন। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের ২০ ডিসেম্বর। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সাথে সমাবর্তনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে ব্রিফ করেন উপাচার্য। তিনি জানান, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচ থেকে ১২তম ব্যাচের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে প্রথম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন। ১২তম ব্যাচের যেসব শিক্ষার্থীর অনার্স অথবা অনার্স-মাস্টার্স উভয়ই সম্পন্ন হয়েছে, তারা রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবেন। সমাবর্তনের সফল আয়োজনের লক্ষ্যে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

এ সময় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে শরীরে সেফটিপিন ফুটিয়ে কিশোরী, যুবক ও নারীকে নির্যাতন

রংপুর-৩ সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ৯ দফা প্রস্তাবনা দাখিল

বগুড়ার শাজাহানপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবা

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বগুড়ার আগাম শীতকালীন সবজি ও আলু ক্ষেত

আবরার ফাহাদ স্মৃতি স্মরণে আগ্রাসনবিরোধী স্তম্ভ নির্মাণে ব্যয় ৩৯,৫৯০০০ টাকা : আসিফ মাহমুদ

বরিশালে কোস্ট গার্ড ও মৎস্য কর্মকর্তার ওপর হামলা