স্পিড রোলার স্কেটিং প্রতিযোাগিতায় চীন গেলেন বগুড়ার স্কেটার পৃথিবী

‘বেল্ট এন্ড রোড’ চায়না-এশিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন সাত খেলোয়াড় ও তিনজন কর্মকর্তাসহ ১০ জনের একটি টিম আগামীকাল বুধবার বিকালে চায়নার, জিংঝিয়ান রাজ্যের কারামাইয়ে পৌঁছাবে। দীর্ঘ প্রায় সাত বছর পর আন্তর্জাতিক অঙ্গনে স্কেটিং নিয়ে মাঠে নামছে বাংলাদেশি স্কেটাররা
দলে ঢাকার বাহিরের একমাত্র প্রতিযোগী হিসাবে প্রথম বারের মতো বগুড়া রোলার স্কেটিং ক্লাবের সদস্য ও করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র মো. নাবীয়্যূন ইসলাম পৃথিবী স্পিড স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। দেশের বাইরে এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে বগুড়ার এই উদিয়মান স্কেটার বলেন, এটি আমার জীবনের প্রথম বিদেশ সফর।
আমি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান স্যারের প্রতি যিনি আমাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষ সুযোগ দিয়েছেন। আমি জুনিয়র এ গ্রুপ থেকে ২টি ইভেন্টে অংশগ্রহণ করবো-৫০০ মিটার স্পিড ও ১০০০ মিটার স্প্রিন্ট রেস। আমার বিশ্বাস ইনশাল্লাহ, আমরা বিজয়ী হয়েই দেশে ফিরবো।
নাবীয়্যূন ইসলাম পৃথিবী বিগত প্রায় ৮ বছর যাবত বগুড়ায় স্কেটিং করছে। তিনি বগুড়া রোলার স্কেটিং কাবের ১নং সদস্য এবং বগুড়া রোলার স্কেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও কোচ আশরাফুল ইসলাম রহিতের বড় ছেলে। ইতিমধ্যেই সে স্পিড স্কেটিংয়ে বিগত ২টি জাতীয় ইভেন্টে দ্বিতীয় স্থান (সিলভার মেডেল) অর্জন করতে সক্ষম হয়। এছাড়া রোপ স্কিপিংয়ে তিনি স্কুলভিত্তিক প্রতিযোগিতায় ২০২৫, চলতি বছরে বগুড়া সদর উপজেলা ও জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হয়।
আরও পড়ুনবিগত ২টি জাতীয় ইভেন্টে অংশগ্রহণ করে ২টি গোল্ড মেডেলসহ ১১টি মেডেল অর্জন করতে সক্ষম হয় বগুড়া। এছাড়া গত বছর রাজশাহীতে অনুষ্ঠিত বৃক্ষসিটি রোলার স্কেটিং প্রতিযোগিতায় ৩টি গোল্ডসহ ৮টি মেডেল এবং এবারে বগুড়ায় অনুষ্ঠিত বিভাগীয় স্পিড রোলার স্কেটিং প্রতিযোগিতায় ৫টি গোল্ডসহ ৯টি মেডেল অর্জন করে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা। এরই সুবাদে সিলেক্ট হয় বগুড়া রোলার স্কেটিং ক্লাবের সদস্য নাবীয়্যূন ইসলাম পৃথিবী।
আগামী ১০-১৩ অক্টোবর অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশ টিমের খেলোয়াড়রা হলেন-আকিফ হামিদ, মুনজির আফনান বিশ্বাস, আতাহার শিহাব অদিত, জারিফ আহমেদ সরকার, ফ্যালিশা রুজবেহ, আফরাজ বিন আরিফ ও নাবীয়্যূন ইসলাম পৃথিবী। প্রতিযোগিতা শেষে আগামী ১৫ অক্টোবর দেশে ফিরবেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের কর্মকর্তারা।
মন্তব্য করুন