ভিডিও মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বগুড়ার সোনাতলায় প্রাথমিকের ৯৯টি শিক্ষকের পদ শূন্য

বগুড়ার সোনাতলায় প্রাথমিকের ৯৯টি শিক্ষকের পদ শূন্য। প্রতীকী ছবি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় প্রাথমিকে ৫১ জন প্রধান শিক্ষক ও ৪৮ জন সহকারী শিক্ষকসহ মোট ৯৯টি পদ শূন্য রয়েছে। এতে করে প্রশাসনিক কাজসহ লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট উপজেলায় ৫১ জন প্রধান শিক্ষক ও ৪৮ জন সহকারী শিক্ষকসহ মোট ৯৯টি পদ শূন্য রয়েছে।

এতে করে ওই উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটছে। এমনকি ১২৩টি বিদ্যালয়ের মধ্যে ৫১ টিতে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। জানা গেছে, উপজেলার খাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন, তেকানী চুকাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন, সরলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন, গড়চৈতন্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন, ছাতিয়ানতলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন, ভিকনের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন, সাতবেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন, বালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন, পশ্চিম পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন।

আরও পড়ুন

এছাড়াও আরও ২৬টি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। অর্ধেকের কিছু কম প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য থাকায় প্রশাসনিক কাজ দারুণভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় এবং সভাপতি পদে সহকারী শিক্ষা অফিসাররা দায়িত্বে থাকায় লেখাপড়ার মান নিয়েও প্রশ্ন উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবা

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বগুড়ার আগাম শীতকালীন সবজি ও আলু ক্ষেত

আবরার ফাহাদ স্মৃতি স্মরণে আগ্রাসনবিরোধী স্তম্ভ নির্মাণে ব্যয় ৩৯,৫৯০০০ টাকা : আসিফ মাহমুদ

বরিশালে কোস্ট গার্ড ও মৎস্য কর্মকর্তার ওপর হামলা

সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরের বিরুদ্ধে দুদকের মামলা

নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে ‌‘গভীর ষড়যন্ত্র’ চলছে : ফখরুল