পাবনার চাটমোহরে সড়কের বেহাল দশা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শিমুলতলা-আটলংকা-ফৈলজানা সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে উঠেছে। সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যস্ততম সড়কটি ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে যাচ্ছে। ফলে যানবাহন চলাচল দুরুহ হয়ে পড়েছে।
এলাকাবাসীরা জানান, অনেকদিন সড়কটির সংস্কার করা হয়না। সংশ্লিষ্টদের কোন প্রকার উদ্যোগ নেই সড়কটি সংস্কারে। সড়কটিতে অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। এই সড়কে প্রতিদিন চাটমোহর উপজেলার দক্ষিণাঞ্চলের ৩টি ইউনিয়নের ও পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার মানুষজন চলাচল করে।
আরও পড়ুনঅসংখ্য যানবাহন চলছে এই সড়ক দিয়ে। এ সড়কের আটলংকা বাজারের অদূরে একটি ব্রিজে নির্মাণ কাজ চলছে। ২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ১৫ মিটার দৈর্ঘ্য ব্রিজটি নির্মাণের পাশাপাশি এলাকাবাসী দ্রুত এ সড়কটি সংস্কারের দাবি করেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য চাটমোহর উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে, তাকে না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।
মন্তব্য করুন