ইংল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের পুঁজি বাংলাদেশের
_original_1759846648.jpg)
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের পুঁজি গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ড প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে ব্যাট করতে নেমে শুরুতেই ছন্দ হারায় টাইগ্রেসরা। ওপেনিং জুটি থেকে ২৪ রান এলেও, দ্রুতই ফিরে যান আগের ম্যাচে ফিফটি হাঁকানো রুবাইয়া হায়দার ঝিলিক (৪) এবং রানের খাতা না খুলেই বিদায় নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিং ধসের মাঝেও টিকে ছিলেন ওপেনার শারমিন আক্তার সুপ্তা। তিনি ৫২ বলে ৩০ রানের ইনিংস খেলে দলের ৫৯ রানের মাথায় আউট হন।
এরপর দলের চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে এক প্রান্ত আগলে রেখে খেলেন সোবহানা মোস্তারী। আরেক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে টিকে থেকে মোস্তারী পরিস্থিতি বুঝে ধৈর্যশীল ব্যাটিংয়ে এগিয়ে যান এবং হাঁকান দারুণ এক ফিফটি।
আরও পড়ুনদলের ১৫৬ রানের মাথায় ১০৮ বলে ৬০ রানের মূল্যবান ইনিংস খেলে থামেন তিনি। তবে বাংলাদেশের ইনিংসের মোড় ঘুরিয়ে দেন অষ্টম উইকেট জুটিতে নামা রাবেয়া খান। মোস্তারীর বিদায়ের পরও তিনি ঝড়ো ব্যাটিং চালিয়ে যান। মাত্র ২৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৩ রানের হার না মানা টর্নেডো ইনিংস খেলেন রাবেয়া, যার সুবাদে টাইগ্রেসরা ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রানের সম্মানজনক সংগ্রহ দাঁড় করিয়েছে।
ইংল্যান্ডের হয়ে বল হাতে সফল ছিলেন সোফি একলেস্টোন, তিনি একাই ৩টি উইকেট শিকার করেছেন।
মন্তব্য করুন