পরিচালক নির্বাচিত হয়েও বাদ পড়লেন ইসফাক!

স্পোর্টস ডেস্ক : বিসিবি পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালক হয়ে এসেছিলেন দুই ব্যবসায়ী এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। এদের একজন ইসফাক আহসানকে নিয়ে চলতে তাকে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে লাগাতার নেতিবাচক প্রচার চলতে থাকে। এই কারণে সন্ধ্যায় তাকে বিসিবি পরিচালক ঘোষণা করেও রাতে বাতিল করে এনএসসি। আজ নতুন একজনের নাম ঘোষণা করবে সরকারের এই প্রতিষ্ঠানটি।
এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম, ইসফাক আহসানকে সরিয়ে দেয়ার খবর নিশ্চিত করে বলেছেন, ‘তাকে ঘিরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার যে বিতর্ক তৈরি হয়েছে, সেটির জন্যই আমরা তাকে সরিয়ে দিচ্ছি। আমাদের তার এই পরিচয়টি জানা ছিল না। আমাদের আরও সতর্ক হওয়া উচিৎ ছিল।’
খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। যদিও সাংসদ নির্বাচিত হতে পারেনি। রীতি অনুযায়ী সরকারের পক্ষের ব্যক্তি কিংবা শীর্ষ মহলের গ্রীন সিগন্যালে জাতীয় ক্রীড়া পরিষদ এই দুই জন পরিচালক ঠিক করে দেন। পতিত স্বৈরাচার সকারের আশীর্বাদপুষ্ট একজন কিভাবে এই সময়ে ক্রীড়া পরিষদের মনোনীত হলেন তা নিয়ে প্রশ্ন উঠছে বেশ।
আরও পড়ুনএনএসসি’র কোটায় নির্বাচিত হওয়ার পর বিসিবির বোর্ড সভায় ছিলেন ইসফাক আহসান। নবনির্বাচিত বাকি সব পরিচালকদের সঙ্গে কেক কেটে উদযাপনও করেছিলেন। কিন্তু মুহূর্তেই জানতে পারেন তার পদ বাতিল করা হয়েছে।
মন্তব্য করুন